কষ্টার্জিত বিজয় সফল করার উপায়
....এ্যাড: মীরাজ শরীফ
অতীতে অনেক আন্দোলন হয়েছে। রক্ত দিয়ে ছাত্র-জনতা বিজয় অর্জন করেছিলেন। তৎপরে দেশ পরিচালনা করার দায়িত্ব যাদের উপরে ন্যাস্ত হয়েছিল তাদের অদক্ষতা/অনভিজ্ঞতা/ভুল/অন্যায় প্রভৃতির কারণে আন্দোলন/বিজয়ের সুফল জনগনের দ্বারে পৌছায়নি, আমলা ও দুর্নীতি বাজেরা অবৈধভাবে লাভবান হয়ে কোটি কোটি টাকা আতœসাত করে পাচার করেছে বিদেশে। অবশেষে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার ত্যাগের লাভ নিতে শুরু করেছে পূর্বেকার দুনীতি বাজেরা। তাদের প্রেতআতœারা। ছাত্র-জনতা সরল-প্রাণ হওয়ায় তারা বার বার কষ্ট করেছেন।
বর্তমানে ২৪ জন উপদেষ্টা দায়িত্বরত আছেন। তারা ¯œাতকোত্তর ডিগ্রীধারী সৎ কিন্তু বাস্তব জ্ঞানের অভাবে দুর্নীতিবাজদের ছল-চাতুরীর কাছে পরাস্ত হচ্ছেন। ফলে জনস্বার্থে সুরক্ষা হচ্ছেনা। জনপদে শোনা যাচ্ছে রক্ত দিয়ে জনগণ কি পেয়েছে? অনেকে বলেঃ হ্যাঁ পেয়েছে- দ্রব্য মূল্যের উর্ধগতি জনকষ্ট, জন দুর্ভোগ, আরও অনেক দুঃখ।
আন্দোলনে বিজয়ী ছাত্র-জনতা সক্রিয় হয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে বাস্তব জ্ঞানহীন কয়েকজনের স্থলে বাস্তব জ্ঞান সম্পন্ন কয়েকজনকে স্থলাভিসিক্ত করে জনকল্যানে তৎপর হলে কষ্টার্জিত বিজয় সফল হবে।
G¨vW‡fv‡KU- †bvUvix cvewjK
RR †KvU© dwi`cyi|
‡gvevBj bs- 01711-406536
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন